প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : নুর কামাল *

বাণী

এগিয়ে যাওয়ার প্রথম ধাপ – ১
“গাছ লাগান – পরিবেশ বাঁচান” স্লোগানে বিশ্বের জলবায়ু পরিবর্তন লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বৃক্ষ রোপণের উদ্যোগ প্রকাশ করে “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড” নামে একটি সংস্থা গড়ে তুলার নিমিত্তে এবং কঠোর পরিশ্রমের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে একটি কর্মী বৈঠক করা জরুরী – তাই  প্রথম ধাপে আমরা ঠিক তেমন একটি কর্মী বৈঠক করেছি, অত্র বৈঠকে কর্মীগণের যথাযথ সাড়া পেয়ে আমাদের এগিয়ে যাওয়ার প্রথম ধাপের সফলতা অর্জন করতে পেরেছি।

এগিয়ে যাওয়ার দ্বিতীয় ধাপ – ২
জেনে নেওয়া যাক বৃক্ষ লতার বিভিন্ন বৈশিষ্ট্যতা, যা বাংলাদেশে খুবই কম হারে দেখা মিলছে। তাই বর্তমান আমি চাই বাংলাদেশে এমন কিছু বৃক্ষ রোপণ করবে, যা জলবায়ু পরিবর্তনে বিশ্ব সহ দেশের আনাচে-কানাচে বড় এক ভূমিকা রাখবে, এবং সে সাথে অর্থনৈতিক মানদণ্ডেও অনেক বড় লাভজনক অর্থায়ন হবে।

এগিয়ে যাওয়ার তৃতীয় ধাপ – ৩
যে কারণে আমাদের এই বিশেষ ভূমিকা চলমান থাকবে আজীবন। কিছু সময় আগে অনেক খুঁজা খুঁজি করে জানা গেছে, একটি রক্ত চন্দন চারাগাছের দাম প্রায় ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ দ্বারা বিক্রিত হয়। অথচ সে মাঝে নিজস্ব অর্থায়নে নার্সারি করে প্রায় পুরো দেশজুড়ে ৩ লক্ষ ৫০ হাজার মতো চারা বিনামূল্যে বিতরণ করেছি আমরা। বিশেষজ্ঞ অভিমতে জানা গেছে এই রক্ত চন্দন গাছ” বাগানে বা মাঠে ১০ থেকে ১৫ বছর বয়স অধিক করলে একেকটি গাছের মূল্য দাঁড়াবে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। যা ইতিমধ্যে বাংলাদেশে মিলছে না। ভারত মহাদেশে এই গাছ প্রচলিত বলে জানতে পেরেছি। তাই আমরাও সে মহানুভবতায় জেগে উঠে নিজ্ দেশে সহ সারা বিশ্বে সাড়া জাগাতে এই উদ্যোগ সর্বশ্রেষ্ঠের কাতারে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ্।

আমি-আপনি দাঁড়ালে – সহযোগিতায় পাশে থাকছে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার হাত ধরে ভেষজ ঔষধি বৃক্ষ রোপণে এগিয়ে যাচ্ছে “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড

*

*