এই সংস্থা রক্তচন্দন প্রকল্পের জন্য অর্থ উৎস কোথায় থেকে ব্যয় করেছে?

    উত্তরঃ সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি চলমান, বর্তমান সংস্থাতে প্রায় ২২’শতাধিক এর বেশি সদস্য রয়েছে। কাজের প্রেক্ষাপটে সংস্থার অর্থ প্রায় শেষ হয়ে গেছে, তাই এই উন্নয়ন মূলক কাজে যৌথ উদ্যোগ এবং বিনিয়গকারী প্রতিষ্ঠানদেরকে পাশে চাই অত্র সংস্থা।

    PDF Download