বায়োগ্রাফি

  • সংস্থার নামঃ ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড ।
  • সংস্থার স্থাপিত তারিখঃ ০৩ জানুয়ারী ২০২১ সন হতে প্রস্তুতির যাত্রা আরম্ভ ।
  • অত্র সংস্থার গভর্নমেন্ট  কর্তৃক রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয় নভেম্বর ২০২২ সনে, রেজিস্ট্রেশন সনদ নম্বর সি-১৮৫৪৪৭২০২২
  • উক্ত প্রস্তাব গ্রহণের (২-৩) মাসের মধ্যে নামের রেজিষ্ট্রেশন নেওয়ার পরিকল্পনা গ্রহণ । রেজিষ্ট্রেশন নেওয়ার পর বিধি মোতাবেক কার্যকরী পরিষদ গঠন।
  • কার্যকরী পরিষদ গঠনের পর “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড” সংস্থার রেজিষ্ট্রেশনের নিমিত্তে আবেদনকরণ এবং ৩ মাসের মধ্যে জয়েন্ট স্টক এবং শিল্প মন্ত্রনালয়ের কার্য নথি গ্রহণ ।
  • কার্যকরী পরিষদ গঠনের পর জুন-জুলাই ২০২১ সনে, মাননীয়মন্ত্রী মহোদয়ের আদেশে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় কর্তৃক সমগ্র বাংলাদেশে “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড” দ্বারা দেশের মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপন কর্মসূচী ও দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে বৃক্ষরোপন কার্যক্রমে সম্পৃক্ত করার আবেদন করা হয়।
  • সংস্থার সকল কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড” এর অঙ্গচ্ছেদ পরিবেশের বিরুপ পরিবর্তন মোকাবেলা সহ পরিবেশ সংরক্ষণ, জীব অঙ্গ চিত্রের সুরক্ষায় সমগ্র বাংলাদেশে সদস্য সংগ্রহ করে নিজস্ব অর্থায়নে চলমান কাজের প্রকল্প প্রস্তাব গ্রহণ করি। যার প্রেক্ষাপটে চন্দন বৃক্ষ সহ বিভিন্ন প্রজাতীর বৃক্ষ রোপন, বৃক্ষ বিতরণ, নার্সারী সৃজন করি।
  • জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন জেলায় সভা সমাবেশ করি এবং এই ক্ষেত্রে প্রতিটি জেলার পরিমাণ স্বরূপ জন সংখ্যক সদস্য সংগ্রহের মাধ্যমে মতবিনিময় সভা গ্রহণ করি । মতবিনিময় সভা শেষে সংস্থার কার্যক্রমে এগিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করি।
  • বিশ্ব জলবায়ু পরিবর্তনে সারাদেশ ব্যাপী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ মেরামত ও রাস্তার দু’পার্শে বৃক্ষরোপন, নদী ভাঙ্গন রোধে বাঁধ এলাকায় বৃক্ষরোপন, সরকারি ও বেসরকারী পতিত জমিতে বৃক্ষরোপন, জনগণের কাছে বৃক্ষের চারা বিতরণ, দুর্যোগ কবলিত এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান এবং উন্নয়নের লক্ষ্যে পশু খামার স্থাপনের প্রকল্প গ্রহণ করে ভবিষ্যত উন্নয়নের পথ সুগম করি। সে সুবাদে উল্লেখিত সকল প্রকার কাজ বর্তমানে প্রতিষ্ঠান কর্তৃক চলমান রয়েছে।

(মোঃ নূর কামাল)
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান:

কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ- ও

ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউজ ইফেক্ট লিমিটেড
ফোন: +৮৮ ০৯৬৯৬-৪৭১৮০৭, মোবাইল: +৮৮ ০১৫৭৫-০৩৯২৫৮
ইমেইল: info@wccghel.com ওয়েবসাইট: www.wccghel.com