Sample of All FAQs (Helpie FAQ)
পছন্দের প্রশ্নে ক্লিক করে উত্তর বের করুন ⤵️
- রক্তচন্দন কি?
উত্তরঃ রক্তচন্দন একটি ভেজষ উদ্ভিদ, এটি রক্তচন্দন বা লাল চন্দন নামেও পরিচিত।
- গাছটি কত বছর বাঁচে?
উত্তরঃ গাছটি ৪০ বছরের বেশি বাঁচে।
- রক্তচন্দন চারাগাছের মূল্য কত?
উত্তরঃ প্রতি চারাগাছের বাজার মূল্য ৮০০ ( আট শত ) টাকা। অত্র সংস্থা থেকে পাইকার বিক্রি মূল্য ৪০০ ( চার শত ) টাকা মাত্র।
- এই গাছ কতটা দামি?
উত্তরঃ প্রতি কেজি লাল চন্দনের দাম ১২/১৩ হাজার টাকা।
- গাছটি কতটা বিরল হতে পারে?
উত্তরঃ আনুমানিক ধারণায় এটি একটি বিরল প্রজাতির গাছ।
- এই গাছের উপকারিতা কী ও গাছটি কী কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ এ গাছের বহুমুখী উপকারিতা রয়েছে। এন্টিসেপ্টিক হিসাবে, বাতের ব্যথায় ও এন্টিইনফ্লামেশনে এর ব্যবহার পরিলক্ষিত হয়।
- গাছটি কোথায় পাওয়া যায়?
উত্তরঃ গাছটি ব্রাজিল, ভারতসহ উপমহাদেশের বিভিন্ন দেশে পাওয়া যায়। বর্তমান এই গাছটি “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ” সংস্থা বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ চারা রোপণ করেছে।
- এই উদ্ভিদ কিসের ওপর ভিত্তি করে?
উত্তরঃ এই উদ্ভিদ Fabaceae পরিবারের ওপর ভিত্তি করে।
- এর অন্যান্য স্থানীয় নাম কী কী?
উত্তরঃ এর অন্যান্য স্থানীয় নাম Red Sandalwood, Coral-wood, Peacock flower fence, Red beadtree উল্লেখযোগ্য।
- অত্র সংস্থা এই গাছটির ‘জারমিনেট’ সম্পর্কে কি বলে?
উত্তরঃ সংস্থার প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী দ্বারা গাছটি রোপণ করা হয়। এরপর নিয়মকানুন অনুযায়ী গাছটিকে বৃদ্ধি করার জন্য যত্ন নেওয়া হয়।
- এই সংস্থা রক্তচন্দন প্রকল্পের জন্য অর্থ উৎস কোথায় থেকে ব্যয় করেছে?
উত্তরঃ সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি চলমান, বর্তমান সংস্থাতে প্রায় ২২’শতাধিক এর বেশি সদস্য রয়েছে। কাজের প্রেক্ষাপটে সংস্থার অর্থ প্রায় শেষ হয়ে গেছে, তাই এই উন্নয়ন মূলক কাজে যৌথ উদ্যোগ এবং বিনিয়গকারী প্রতিষ্ঠানদেরকে পাশে চাই অত্র সংস্থা।
- বর্তমান এই সংস্থা কোন কোন জায়গায় গাছটির চাষাবাদ করতে ইচ্ছুক?
উত্তরঃ সমগ্র বাংলাদেশ সহ অত্র সংস্থার অধিনে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠিয়ে এই চাষাবাদ করার পরিকল্পনা রয়েছে।